,

জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানালেন কাঁচপুর হাইওয়ে পুলিশ

স্টাফ রিপোর্টার : ২০২০ সালের কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী সকল বাংলাদেশ পুলিশ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ সদস্যরা। সোমবার সকালে কাঁচপুর হাইওয়ে থানার ভিতরে পুলিশ মেমোরিয়াল ডে ২০২১ইং উপলক্ষে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও শহীদ পুলিশ সদস্যদের ফুলের শ্রদ্ধা জানানো হয়।
সোমবার সকালে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‌্যালী ও ফুল দিয়ে ২০২০ সালের মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শহীদ পুলিশ সদস্যসহ সকল পুলিশদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানান তারা।
কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য জীবন বাজি রেখে মহামারি করোনা ভাইরাসের সময় মানুষের সেবা প্রদান করেছেন। দেশের জন্য কাজ করতে গিয়ে আমাদের অনেক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে শহীদ হয়েছেন। বাংলাদেশ পুলিশ সদস্যরা সব সময় জীবনের মায়া ছেড়ে দেশের স্বার্থে কাজ করছেন। ২০২০ সালে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শহীদ হয়েছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর কিছু সদস্য এবং অনেক পুলিশ সদস্য বিভিন্ন দূর্ঘটনায়ও নিহত হয়েছেন। আমরা তাদের রুহের মাগফেরাত কামনা করি এবং তাদের পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *